Khoborerchokh logo

কুষ্টিয়ার পদ্মায় নৌকাডুবিতে ৪ জন নিখোঁজ! চলছে ডুবুরি দলের উদ্ধার অভিযান 81 0

Khoborerchokh logo

কুষ্টিয়ার পদ্মায় নৌকাডুবিতে ৪ জন নিখোঁজ! চলছে ডুবুরি দলের উদ্ধার অভিযান


 কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক 
কুষ্টিয়ার কুমারখালীর চর সাদিপুর,  ঘোষপুর পদ্মা নদীতে নৌকাডুবিতে ৪ জনের নিখোঁজ রয়েছে।  কুষ্টিয়ার কুমারখালী চরসাদীপুর ইউনিয়নে ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কাছে উলুবন কাটতে আসে, ভেড়ামারা বাহাদুরপুর গ্রামের দুইটি নৌকা করে মোট ১৩ জন ।৭/০৭/২০ মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে পদ্মা নদীতে প্রবল শ্রোতের মুখে পড়ে একটি নৌকা ডুবে যায় ঐ নৌকায় ৯ জন আরহী ছিলেন ৫ জন  নদীর  সাঁতরে পাড়ে ওঠেন বাকি ৪ জনের এখনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে চরসাদীপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরো বলেন যে চারজন নিখোঁজ আছে তাদেরকে কুমারখালী ফায়ার সার্ভিস ও পাবনা ফায়ার সার্ভিসের যৌথ ভাবে ডুবুরিদল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com